1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত...৷ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত…৷

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ১৫৮ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর রেলস্টেশনের উত্তর পাশে ডিপ টিউবওয়েল সংলগ্ন রেল ক্রসিং ( কাজী মুরগীর ফার্ম রাস্তা) এ ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন (১৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন আখানগর ইউনিয়নের দক্ষিণ ডিলারপাড়া গ্রামের আলম হোসেনের বড় ছেলে। সে পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে পার্বতীপুর যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চন এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন আখানগর মুরগির ফার্ম নামক স্থানে রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আখানগর বাজারের দিকে যাওয়ার সময় ট্রেনটির সাথে ধাক্কা লাগে আরিফের। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পরে সে খানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম (চয়ন) জানান, আরিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। এ ব্যাপারে , ঠাকুরগাঁও রোড রেলওয়ের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে জানতে পেরেছি সে ছেলেটা মারা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম