প্রায় হাটু পরিমাণ কাদায় ভরাট হয়ে যাওয়ায় যানবাহন দূরের কথা পায়ে হেটে যাতায়াত করার মতও নয় এমন একটি রাস্তা নিজ খরচে চলাচলের যোগ্য করে তুললেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী।
তিনি নিজে উপস্থিত হয়ে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ইউনিয়নের বটতলী ধোপাঘাট এলাকায় রাস্তাটিতে ইটভাটার রাবিশ আর আঁধলা ইট এনে কাদাপূর্ণ জায়গায় ফেলেন। এতে রাস্তাটি চলাচলের জন্য মোটামুটিভাবে ভালো হয়েছে। ফলে এপথে যাতায়াতকারীরা স্বস্তি ফিরে পেয়েছে এবং চেয়ারম্যানের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।
ইউপি চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী বলেন, রাস্তাটি কাদার কারণে এলাকাবাসীর জন্য কষ্টকর হয়ে পড়েছিল। নির্বাচনের সময় আমি ওয়াদা করেছিলাম যে সংষ্কার করে দিবো। কিন্তু এখনও আমরা বাজেট বরাদ্দ পাইনি। কিন্তু বর্ষায় অবস্থা আরও খারাপ হওয়ায় ভোগান্তি বেড়ে গেছে। তাই দায়িত্ব পাওয়ার মাত্র ৪ মাসের মাথায নিজ অর্থেই কাজটা করে চলাচল যোগ্য করলাম। বরাদ্দ পেলে পরিপূর্ণ ভাবে সংষ্কার করা হবে।