সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্য আজ শুক্রবার সকালে সিলেটে পৌঁছেছে বন্দরনগরী চট্টগ্রামের শীর্ষস্থানীয় সেবা ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের ত্রাণ দল। গতকাল সন্ধ্যায় ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয় থেকে এই ত্রাণ দল যাত্রা শুরু করে। সংগঠনের মহাসচিব শাওন পান্থ জানান- সিলেট-সুনামগঞ্জের বিভিন্ন বন্যা উপদ্রুত প্রত্যন্ত অঞ্চলে সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় এই দল ত্রাণ সামগ্রী বিতরণ করবে। সিলেটে এই ত্রাণ সামগ্রী বিতরণ সমন্বয় করছেন অনিমেষ শর্মা। টিমের নেতৃত্ব দিচ্ছেন ফারহান খাঁন ও আদিবা ওয়াদুদ এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছি আমি শাওন পান্থ।
ত্রিতরঙ্গের ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শুকনো খাবার, চিড়া, মুড়ি, চিনি, বিস্কুট, কেক ও মিনারেল ওয়াটার। এছাড়া রয়েছে ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, প্রয়োজনীয় ওষুধপত্র এবং জামাকাপড়।
শাওন পান্থ বলেন- আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমাদের কর্মীরা এজন্য প্রায় এক সপ্তাহ ধরে পরিশ্রম করেছে। আমাদের এই চেষ্টায় যদি কয়েকটি পরিবারের পাশে থাকতে পারি, সেবা দিতে পারি সেটাই হবে আমাদের সার্থকতা। এটা ত্রাণ সামগ্রী নয়, এটা সিলেটবাসীর প্রতি আমাদের ভালোবাসা।