মরছে মানুষ করোনাতে
কেউবা করে রাজনীতি,
লুট চলছে সবকিছুতেই
তোমরা বসাও ভাগনীতি।
ক্ষুধিতরা মরছে ক্ষুধায়
মৃত্যরা এসে ধমকে যায়,
পুড়ে তারা জঠর জ্বালায়
ফিরে কভু কেউ না চায়।
গরীব মানুষ মরে শোকে
কেউবা নীতির গন্ধ শুঁকে!
তোমরাও যে মরতে হবে
সেই কথা ভাবছো কবে?
কবরের ঐ আজাব গুনে
উঠবে যেদিন সমাবেশে,
রোজ হাশরে কাঁদবে তুমি
মহান প্রভুর এজলাসে!