ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিদর্শক মোঃ জসিম উদ্দিন।
শনিবার (২৫ জুন) দুপুরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন করা হয়। শ্রেণি কার্যক্রম পরিদর্শন করার পর শিক্ষকদের সাথে দীর্ঘ সময় মতবিনিময় করেন।
ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া শিক্ষার্থী রোধ করা, করোনা পরবর্তীতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ক আলোচনা, শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ক বিশেষ করে আইসিটি বিষয়ে গুরুত্বারোপ করে মতবিনিময় করা হয়।
এসময় মাস্টার ট্রেইনার প্রভাষক এস এম আব্দুল্লাহ (কুমিল্লা জেলা), মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী উপস্থিত ছিলেন।
মাদ্রাসা পরিদর্শনের আগে উপজেলার আরো ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়, লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহপুর তজুমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন এ শিক্ষা কর্মকর্তা।