লাকসামে পরিত্যক্ত কাগজের বোর্ড তৈরি কারখানায় আগুনে পুরো ব্যবসায় প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
আগুনে কারখানায় লাখ লাখ টাকার মালামাল পুড়ে যাওয়া নিঃস্ব হয়ে পড়েন প্রতিষ্ঠানের মালিক হান্নান।
পৌরসভার ৫ নং ওয়ার্ডে উত্তর পশ্চিম গাঁও এলাকায় শুক্রবার দিবাগত রাত ২ টায় মাহির বোর্ড মেইল কারখানায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার বেশি সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এতে মিলের ৭০ ভাগ পুড়ে প্রায় ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মাহির বোর্ড মেইল কারখানার মালিক আবদুল হান্নান জানান। তিনি আরও জানান, প্রতিদিনের মত রাত ৮ টায় কারখানায় বন্ধ করে বাড়িতে যা-ই। শুক্রবার রাত ২ টায় কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা মোবাইল ফোন মারফত জানতে পারি। তখন ঘটনাস্থলে গিয়ে দেখি কারখানার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।