ঠাকুরগাঁও জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী উপলক্ষে কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৭ জুন সোমবার সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভার আয়োজন করা হয়। ঠাকুরগাঁও
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সৌমিক রায়, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুনা লায়লা, ঠাকুরগাঁও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশাররফ হোসেন প্রমুখ।
সভায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে বেশকিছু সুপারিশমালা উপস্থাপন করেন অংশগ্রহনকারীগণ। সভায় পৌরসভার কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, নারী ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জন অংশ নেন।