আশুলিয়ায় রিকশাচালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া নিয়ে উত্তাল সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের নেতৃত্বে অজানা কারণেই অধিকাংশ অটোরিকশা চালক যোগদান করে ।
সোমবার (২৭ জনু) সকাল থেকে দুপুর পর্যন্ত রিকশাচালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া নিয়ে উত্তাল সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে পূর্ব ঘোষণা দিয়েই ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া নিয়ে ছিলো উত্তাল সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়ক।
তবে এ বিষয়ে আন্দোলনে উপস্থিত হওয়া বেশির ভাগ রিকশাচালকই পরিষ্কার করে জানাতে পারেননি এই আন্দোলনের মূল উদ্দেশ্য ও তাদের কি দাবি দাওয়া নিয়ে মহাসড়ক দখল করে আন্দোলনের বিষয়টি। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় কিছু অসাধু অটোরিকশা গ্যারেজ মালিকের ইন্ধনদাতার ইন্ধন রয়েছে।
২৭জুন সোমবার সকাল থেকে আশুলিয়ার বাইপাইলে ক্রমান্বয়ে জমায়েত হতে থাকেন অটো রিকশা ও ভ্যানচালকরা। পরে একপর্যায়ে তারা মিছিল নিয়ে বাইপাইল থেকে পল্লিবিদ্যুৎ অভিমুখে যাত্রা শুরু করেন তারা। পথিমধ্যে চন্দ্রা নবীনগর মহাসড়কে পলাশবাড়ি এলাকায় পুলিশি বাধার মুখে পরে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।
দেখা যায়, পলাশবাড়ি এলাকায় মহাসড়কে বিদ্যুতের খুঁটি আড়াআড়িভাবে রেখে সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ সময় সড়কের মাঝে আগুন জ্বালিয়ে প্রতিবাদ সমাবেশ করতে থাকেন কয়েক শত শ্রমিক ও চালক। যার ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ ঘটনায় আশুলিয়া থানার একজন এসআই ও দুজন এএসআইসহ প্রায় ১৫জন আহত হয়েছেন বলে জানা গেছে । তাদের মধ্যে এসআই শ্যামলেন্দু ঘোষ মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে শেখ ফজিলাতুন্নেছা মুজিব কেপিজে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।
এবিষয়ে একাধিক অটোরিকশাচালকের সাথে কথা হলে তারা একেকজন একেক ধরনের তথ্য দেন। তাদের মধ্যে আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন রিকশাচালক বলেন, ‘আমাদের রিকশা আটকায়, জরিমানা করে এই সব নিয়েই আন্দোলন।’ তাহলে মূল দাবি কি জানতে চাইলে তারা বলেন, ‘আমরা কোনো ধরনের বাঁধা ছাড়াই মহাসড়কে রিকশা চালাতে চাই।’ এদিকে মহাসড়কে অটোরিকশা চলাচলের অনুমতি নেই তবুও কেন এই আন্দোলন, জানতে চাইলে তারা এর কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। তবে অনেকেই বলছেন-মহাসড়কে অটোরিকশা চলাচলের ওপর হাইওয়ে পুলিশের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা রাস্তায় নেমেছেন।
একাধিক রিকশাচালক বলেন, ‘আমরা রিকশা নিয়ে মহাসড়কে না উঠলেও হাইওয়ে পুলিশ আমাদের রিকশা ধরে ২৬০০ টাকা জরিমানা করেন। এক মাসে কয়েকবার করে জরিমানা আদায় করে হাইওয়ে পুলিশ। আমরা গরিব মানুষ, কয়দিন পরপর যদি ২৬০০ টাকা দেই, তাহলে আমরা কীভাবে চলব।’
কয়েকজন অটোরিকশাচালক বলেন, ‘গত কালকে নাকি মাইকে বলছে যে আজকে সমাবেশ। সব রিকশাওয়ালা আসছে এটা কি সমাধান করা যায়। এসে দেখি তো কিছু না।’
এদিকে গত শনিবার ৫টি দাবিতে প্রতিবাদ সমাবেশ আয়োজন করেছিল আশুলিয়া থানা অটোরিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন। এ বিষয়ে সংগঠনটির আইন বিষয়ক সম্পাদক খায়রুল আলম বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের কারণে ২৫ জুনের সেই কর্মসূচি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়। তবে তার আগে লিফলেট বিলি হওয়াতে সেই দিন কিছু চালক কর্মসূচিতে অংশ গ্রহণ করার চেষ্টা করে। তবে পুলিশ তাদের তারিয়ে দেয়।’
খায়রুল আলম আরও বলেন, ‘পরে রোববার রাতে আমাদের সংগঠন বহির্ভূত কে বা কারা আশুলিয়ার বাইপাইলসহ আশপাশের এলাকাতে এমন কর্মসূচির কথা বলে মাইকিং করেন। পরে আজ সোমবার সকাল থেকে কয়েকশ’ রিকশাচালক জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
এ বিষয়ে আশুলিয়া থানা রিকশাভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজকের এপ্রতিবেদককে বলেন, ‘আমাদের সংগঠনের পক্ষ থেকে গত ২৫ জুন প্রোগ্রাম করার কথা ছিল। তবে পদ্মা সেতুর উদ্বোধনের দিন হওয়ায় আমরা পুলিশের অনুরোধে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করি। রিকশা চলাচলের জন্য আমরা আলাদা লেন নির্মাণের দাবি ছিলো আমাদের মূল দাবি । পুলিশ হয়রানি করে, হেনস্তা করে, রেকার বিলের ঝামেলা এমন অভিযোগ আমাদেরও আছে। কিন্তু আমরা আজকে সড়কে আন্দোলন করিনি।’
সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ আন্দোলনই করতে চেয়েছিলাম। কে বা কারা আজকে বিশৃঙ্খলা করেছে আমার জানা নেই। আমাদের কার্যক্রম এখনো স্থগিত। গত ২৬জুন রবিবার পলাশবাড়ি, পল্লিবিদ্যুৎ, কাইচাবাড়ি বুড়ি বাজার এ সমস্ত এলাকায় মাইকিং করে আজকের আন্দোলনের ডাক দিয়েছে কেউ। কিন্তু কে বা কারা মাইকিং করেছে আমরাও তা খুঁজে পাইনি।’
এ ঘটনায় সাভার হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, ‘সামনে যে পড়বে, সে ধরা পড়বে। একদিনে কি আর এ সবগুলোকে ধরা যায়? কোনো সংগঠন হয়ত আছে তাদের ইন্ধন দিয়ে সুসংগঠিত করতে পারে। যারা চাঁদা উঠায়। এমন কিছু লোক থাকতে পারে যে, বিশেষ কোনো সংগঠন যারা কমিটি করে শ্রমিকদের উসকে দিয়ে সুবিধা আদায়ের চেষ্টা করতে পারে। কোনো একটা না-কি সমিতিও আছে, শুনেছি ওরা নাকি চাঁদা তোলে প্রতিনিয়ত । তাদের উদ্দেশ্য বা ফায়দা না থাকলে তো এমন কেউ করতোনা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আইনবহির্ভূত কোনো কার্যক্রম বা টাকা পয়সা লেনদেনের সঙ্গে সাভার হাইওয়ে থানা পুলিশের কেউ জড়িত নয়।’