আধুনিক নগর পরিকল্পনার অংশ হিসেবে গৃহায়ন, পরিবহন, দুর্যোগ ব্যবস্থাপনা ও নগরশাসন প্রক্রিয়া অন্তর্ভূক্তিমূলক হওয়া জরুরি। উন্নয়ন প্রকল্পের প্রত্যেকটি ধাপে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের চিহ্নিত করে তাদের অংশগ্রহণ সুনিশ্চিত করা হলে আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হবে। নগরে গৃহায়ন সমস্যা সমাধানে জমি ব্যবহারের যথাযথ পরিকল্পনার মাধ্যমে সকলের জন্য বাসস্থান নিশ্চিত করা প্রয়োজন। এক্ষেত্রে কম খরচের গৃহ নির্মাণের উপর জোর না দিয়ে স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় নিতে হবে। পাশাপাশি নগর যাতায়াত ব্যবস্থায় ব্যক্তিগত গাড়িবান্ধব প্রকল্প থেকে বের হয়ে অযান্ত্রিকযান, পথচারীদের প্রাধান্য দেয়া প্রয়োজন। পাশাপাশি নগরে যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যবস্থা থাকতে হবে। সর্বপরি এই সকল নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে সুষ্ঠু নগরশাসন নিশ্চিত করতে হবে। যেখানে জবাবদিহিতা থাকতে হবে।
আজ ২৮ জুন (মঙ্গলবার) শ্রীপুর পৌরসভার বানিজ্যিক ভবনের সভা কক্ষে নগর উন্নয়ন পরিকল্পনার ত্রৈমাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান এসব কথা বলেন।
পৌর নির্বাহী অফিসার রফিকুল হাসানের সন্ঞানলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী অফিসার সুমিত সাহা,অন্যান্যের মাঝে উপস্হিত ছিলেন, পৌর হিসাব রক্ষন অফিসার ইদ্রিস আলী,পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর আঃলীগের সাধারন সম্পাদক নুরে আলম মোল্লাসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধি এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।