সনাতন ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে দিনাজপুর রায়সাহেব দেবোত্তর এস্টেট’র শ্রীশ্রী গিরিধারী জিউ যুগল বিগ্রহের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় রীতি অনুযায়ী আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
দিনাজপুরে প্রায় তিন শতাধিক বছর ধরে উদযাপিত হয়ে আসা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় রথযাত্রা উৎসব শুক্রবার সকাল থেকেই। পরে বৃষ্টি উপেক্ষা করে দুপুর আড়াই টায় শুরু হয় রথযাত্রা।
শত শত ভক্ত ও পুনণ্যার্থীর অংশ গ্রহনের মধ্যদিয়ে রথযাত্রা শহরের গণেশতলা রায়সাহেব বাড়ী মন্দির হতে বের হয়ে গণেশতলা মডার্ন মোড়, নিমতলা, মালদহপট্টি, গরুহাটি, মশানকালি মন্দির, বড়বন্দর স্বর্গীয় ডা. কৈলাশ চন্দ্র রায়-এর বাসভবন মোড় ঘুড়ে বালুবাড়ী নিমকালী মন্দির, নিমকালী মন্দির হতে বটতলা মোড়, বাঞ্ছারামপুল, সাধনা ঔষধনালয় মোড়, মালদহপট্টি, বাসুনিয়াপট্টি, চারুবাবুর মোড় হয়ে ”রায়সাহেব বাড়ী রথখোলা মন্দির” প্রাঙ্গনে গিয়ে শেষ হয় বিকেল সোয়া ৪ টায়।
এসময় ভক্ত-পূণ্যার্থীরা আনন্দ উল্লাস করে দড়ি ধরে রথ টেনে নিয়ে যায়। তাদের বিশ্বাস জগতের অধীশ্বর জগন্নাথ দেব বা ভগবান শ্রী কৃষ্ণের অনুগ্রহ পেলেই কেবল মানুষের মুক্তিলাভ সম্ভব।
রায় সাহেববাড়ী দেবোত্তর এস্টেট এর এজেন্ট চিত্ত ঘোষ বলেন, প্রভু পুরো বছর থাকেন মন্দিরে, ভক্তরাই যায় ঠাকুর দর্শনে। তবে আজ ভগবান বের হয়েছেন ভক্তদের দেখতে তাইতো এমন জমকালো আয়োজন। এদিকে একই দিনে ইসকন মন্দির গুঞ্জাবাড়ী হতে রথযাত্রা উৎসব পালিত হয়।