চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা আদালতের সাবেক পিপি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী’র কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করলেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
শুক্রবার (১ জুলাই) লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় কবর জেয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। পরে তিনি মরহুমেরর শোক সন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানান।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহজাদা মহি উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পীরজাদা তৈয়বুল হক বেদার,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান,উপ-দপ্তর সম্পাদক এমএস মামুন, কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ চৌধুরী, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলালসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।