শুক্রবার(১ এপ্রিল) শ্রীপুরের গারো পারা আর্ন্তজাতিক কৃষ্ঞ ভাবনামৃত সংঘ( ইসকন) এর আয়োজনে সংকীর্তন সহ রথযাত্রা শুরু হয়।শত শত সনাতন ধর্মাম্বলী নর-নারী, বৃদ্ধা-শিশু, যুবক-যুবতী এই রথ যাত্রায় অংশগ্রহণ করেন। শ্রীপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রথ যাত্রাটি গারো পারায় এসে শেষ হয়।
সানাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের রথযাত্রাটির শুভ উদ্বোধন করেন শ্রীপুর পৌর মেয়র আলহাজ মোঃ আনিছুর রহমান।সংঘের সভাপতি শ্রী উজ্জল চন্দ্র বর্মনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন শ্রী গুলক চন্দ্র দাস সহকারি অধ্যাপক মাওনা পিয়ারআলী কলেজ, অন্যান্যে মধ্যে উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবুল খায়ের বিএসসি,শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ নুরে আলম মোল্লা,পৌর আওয়ামীরীগের দপ্তর সম্পাদক সুমন মিয়া,ছাত্রনেতা আবু সাইদ প্রমুখ।
রথযাত্রার আয়োজকরা জানান,আজ শুক্রবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে।
তা আগামী ৮ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।সনাতন ধর্মাবলম্বীদের ( আয়োজকদের)বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহপেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করি আমাদের ধর্মের অনুসারীরা।
ধর্মগুরুদের সাথে কথা বলে জানা যায়,বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার সর্ববৃহৎ ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধব দেবের ৩৫১তম ঐতিহাসিক রথোৎসব। ধর্মীয় রীতি অনুসরণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এর কার্যক্রম। রথমেলা চলবে মাসব্যাপী। মূলত সনাতন হিন্দু ধর্মীয় ভাবধারা ও অনুভূতির ওপর প্রতিষ্ঠিত হলেও জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণিপেশা, ধনী-গরিব নির্বিশেষে এ রথমেলা সব মানুষের মহামিলন মেলায় পরিণত হয় প্রতি বছরই।