চট্টগ্রাম কাপ্তাই মহাসড়কের ট্রাক সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংর্ঘষে এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় অটোরিক্সা চালকসহ আহত দুই জন।নিতহ শামশুন নাহার (৬০) হটহাজারী উপজেলার বাথুয়া ছালে আহম্মদের বাড়ীর আবদুল খালেকের স্ত্রী।আহতরা হলেন নিহতের পুত্র হাসান (৩২) ও সিএনজি অটোরিক্সা চালক।অটোরিক্সা চালকের পরিচয় পাওয়া যায়নি।১জুলাই শুক্রবার দুপুরে এঘটনা ঘটে রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের মোতালবের টেক এলাকায়।রাউজান থানার এস আই নাহিদ জানান,দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশংকাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নোয়াপাড়া কসমিক হাসাপাতালে নিয়ে যায়।সেখানে কতব্যরত চিকিৎসক একজন মহিলাকে মৃত ঘোষনা করে আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।নিহত শামশুন নাহারের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।