সরকারি হাসপাতালে চিকিৎসক না থাকলে রোগীরা মনে করেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তারের আস্তা রেখে ডাক্তারের শরনাপন্ব হয়, তাতে ডাক্তার দেখাতে গিয়ে যে ধরনের কষ্ট আর ভোগান্তির শিকার হন রোগী ও রোগীর স্বজনরা, অনেক পাঠক সেসব অভিজ্ঞতার কথাই তুলে ধরেছেন ফেসবুকের পাতায়৷ ফকরুদ্দিন নামে এক ব্যক্তি লিখেন এই ভোগান্তি থেকে কবে মুক্তি পাব ….!
আমরা রোগীরা এসে বসে থাকছি ৩০মিনিট আগে থেকে৷আর ঔষধ কোম্পানির কিছু লোকেরা এসে জামেলা করে ডাক্তারের রুমের সমানে৷আমাদের রোগীদের কোন মূল্য নাই…!
এই জন্য ল্যাব কৃতপক্ষ দায় না ডাক্তার দায়…..?
চাতুরী চৌমুহনী আজকে এই মুহূর্তের দৃশ্য পপুলার হেলথ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে..৷ এ মন্তব্য করেন তিনি।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি প্রায় ১৬টি ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দৌরাত্ম্য দিন দিনই বেড়েই চলেছে। তাদের দৌরাত্ম্যে বিভিন্ন ভাবে হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। চিকিৎসকের কক্ষের দরজা লেখা নাই যে কোন ঔষুধ কোম্পানির প্রতিনিধির দেখা করা নিষেধ। এ নিষেধাজ্ঞা থাকলেও মানছেনা কেউ, রোগীরা বের হলেই ব্যবস্থাপত্র নিয়ে করা হচ্ছে টানাহেচড়া এতে রোগীরা বিব্রতকর অবস্থার মধ্যে পরে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিক্রয় প্রতিনিধি জানান, প্রেসক্রিপশন ঔষুধ লিখার জন্য প্রতিমাসেই কলম, পেড, চাবির রিং থেকে শুরু করে টিভি-ফ্রিজসহ মোটা অংকের উপহার দিয়ে দিতে হয় ডাক্তারদের। তার বিনিময় প্রতিটি প্রেসক্রিপশনেই আমাদের ঔষধ লিখতে হবে। এছাড়াও এসব ব্যবস্থাপত্রের একটি কপি মেইল করে হেড অফিসেও পাঠাতে হচ্ছে।
স্মার্টফোনধারী বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেন্জেটিভদের তৎপরতায় ভোগান্তির শিকার হচ্ছেন গুরুতর অসুস্থ রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা। অন্যদিকে চরম বিব্রতকর অবস্থার মুখে পড়ছেন রোগীদের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) প্রদানকারী অনেক চিকিৎসক। রোগী ও চিকিৎসকের অভিমত, ওষুধ কোম্পানির দালালদের দৌরাত্ম্যের অবসান হওয়া জরুরি।