সাড়ে ৩’শ নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন রাউজানের সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরী।শনিবার বিকালে সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে জেয়ারত,ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত অংশ নেন।এসময় এ.বি.এম ফজলে করিম চৌধুরী বলেন,পদ্মা সেতু বাংলাদেশের মর্যাদাকে উন্নীত করেছে।এমপির নেতৃত্বে রাউজানের সকল চেয়ারম্যান, আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।