কক্সবাজারের খুরুশকুলে প্রতিপক্ষের হামলায় ফয়সাল উদ্দীন (২৫) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে।
নিহত ফয়সাল উদ্দিন খুরুশকুল ইউনিয়নের দক্ষিন ডেইলপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।
রবিবার (৩ জুলাই) রাত ৭টারদিকে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার খুরুশকুল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সম্মেলন ছিল। সম্মেলন শেষে রাত ৭টার দিকে বাড়ি ফেরারপথে স্থানীয় জহির ও আজিজের নেতৃত্বে ১০/১২ জনের একটিদল হামলা চালায়। এসময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম বলেন, ওই ঘটনায় সদর মডেল থালার পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।