চট্টগ্রামের রাউজানে যৌতুকের টাকা না পেয়ে মো. আলমগীর তালুকদার (৫০) নামে এক ব্যক্তি তার স্ত্রী তাওহিদুন্নেসা (২৫) কে নির্যাতনের অভিযোগ উঠেছে। গতকাল ৩ জুলাই রবিবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্যাতিত গৃহবধূ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন রয়েছেন।
কবে হাসপাতাল ছাড়বেন তা জানা নেই কারো। জানা যায়, গত মঙ্গলবার (২৮জুন) সকাল ১০টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে যৌতুকের টাকার জন্য তাওহিদুন্নেসাকে লাটি দিয়ে মারধর করেন তার স্বামী আলমগীর তালুকদার। তার আত্মচিৎকারে এলাকার লোকজন গিয়ে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন বলে জানিয়েছেন নির্যাতনের শিকার তাওহিদুন্নেসার বাবা মোস্তাক আহমেদ। তিনি বলেন, যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে চরম নির্যাতন করা হয়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না।
অভিযুক্ত স্বামী মো. আলমগীর তালুকদার মুঠোফোনে যৌতুকের জন্য মরাধরের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিয়ের সময় আমার স্ত্রী এইচ.এস.সি পাস বলে জানিয়েছিল আমার শ্বশুরপক্ষ। কৌতুহল বশত পদ্মা সেতুর উদ্বোধনের পর প্রথম দিনে আদায়কৃত টাকার উপর ভিত্তি করে বাৎসরিক আয় কত হবে তা বের করতে বলেছিলাম।
পূর্ণাঙ্গ হিসাব বের করা তো দূরের কথা যোগ-বিয়োগ, গুন-ভাগ কিছুই জানেনা। মূলত পদ্মাসেতুর টুল আদায়ের বাৎসরিক হিসাব বের করতে না পারায় মারধর করেছি।’ এই প্রসঙ্গে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, ‘স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের বিষয়ে কেউ অভিযোগ করেনি। এরপরও আমি খোঁজ নিয়ে আমি পরে জানাচ্ছি।’ উল্লেখ্য, গত ৪ বছর আগে রাউজান উপজেলায় বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর গশ্চি আব্দুস ছমদ তালুকদারের বাড়ির প্রায়াত সালেহ আহম্মদ তালুকদারের ছেলে মো. আলমগীর তালুকদারের সঙ্গে বাশঁখালী উপজেলার উত্তর জলদী গ্রামের মোস্তাক আহম্মদের মেয়ে তাওহিদুন্নেসার বিয়ে হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে।