নরসিংদীর মাধবদীতে সেচ্ছাসেবীদের সংগঠন সেচ্ছাসেবী ফোরামের নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি ও রোটারিয়ান আল-আমিন রহমান (পিএইচ এফ) গতকাল সেচ্ছাসেবী ফোরামের
আওতাধীন সকল সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের সিদ্ধান্ত মোতাবেক সভাপতি রোটারিয়ান আল আমিন রহমান (পিএইচএফ) ও সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ রুমান মিয়া, কে দিয়ে আশিংক কমিটি গঠন করা হয়। পরে নবনির্বাচিত কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সেচ্ছাসেবী ফোরামের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন মাধবদীর জননন্দিত পৌর মেয়র আলহাজ্ব মোশারফ হোসেন মানিক প্রধান উপদেষ্টা বৃন্দ হলো , আলহাজ্ব জাকির হোসেন ভূইয়া,( মোক্তাদির ড্রাইং এন্ড প্রিন্টং ইন্ডাস্ট্রি লিঃ) ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম, (প্রতিষ্ঠাতা মনিং সান কিন্টার গার্ডেন) শাহীন আহম্মেদ, (প্রোপাইটর অঞ্জনস লিঃ) মোতালিব পাঠান, (জেলা মুক্তিযুদ্ধা ইউনিট কমান্ডার) , আলহাজ্ব নিজাম উদ্দিন ভূইয়া লিটন, (স্বত্বাধিকারী রমনী গ্রুপ লিঃ) আলহাজ্ব আলী হোসেন ( আলী হোসেন ফাউন্ডেশন ,) আলহাজ্ব মোহাম্মদ মোতালিব হোসেন,( পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির) আলহাজ্ব সামসুল হক(, শিল্পপতি) আলহাজ্ব আনিছুজ্জামান রিপন ভূইয়া (রিপন উইভিং এন্ড টেস্কটাইল,) মোহাম্মদ মোতাহার হোসেন (লন্ডন প্রবাসী) জাহাঙ্গীর আলম, ভূইয়া শিল্পপতি , (আব্দুল কাইউম মোল্লা,পরিচালক চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির) সঞ্জয় কুমার সাহা,( সাহা ইন্টারন্যাশনাল) বিনয় সাহা,(শিল্পপতি) শেখ মোহাম্মদ রুমান, ( আর টেস্কটাইল) মনির শাহ সহ আরো অনেকে ইতিমধ্যে সেচ্ছাসেবী ফোরাম নরসিংদী জেলা ব্যাপী তাদের কার্যক্রম আব্যহত রেখেছে, অসহায় বৃদ্ধ নারীকে নতুন ঘর উপহার দেয়া, সিলেটে বন্যাত্বদের মাঝে দুইবার ত্রাণ সহায়তা দেয়া জেলা ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা , দরিদ্র মেয়েদের বিয়ের ব্যবস্থা করা, প্রতিবন্ধি মানুষদের হুইল চেয়ার প্রদান, দরিদ্র জনগোষ্ঠী মানুষদের রিকসা প্রদান সহ অসংখ্য মানবিক কাজ করে যাচ্ছে।
এসময় আল আমিন রহমান বলেন,আমাকে সেচ্ছাসেবী ফোরামের সভাপতি নির্বাচিত করায় মাধবদী ফোরাম আওতাধীন সকল সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্য ফোরাম এর সম্মানিত উপদেষ্টা কমিটির নির্বাচিত কমিটি কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সবাইকে এক সাথে নিয়ে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরাম কে সুন্দর মতো পরিচালনা করতে পারি ও মানবিক কাজে সব সময় সবার পাশে থাকতে পারি।