1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতায় স্বাধীনতা বিরোধীরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতায় স্বাধীনতা বিরোধীরা

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৭৫ বার

দিনাজপুরে বীরমুক্তিযোদ্ধার বাড়ি দখলের সহযোগিতা করছে স্বাধীনতা বিরোধীরা। বাড়ি দখল ও ১০ লাখ টাকা চাঁদার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শহরের ষষ্ঠীতলা নিবাসী বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা চৌধুরী রতন।

৫ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে তিনি জানান, দিনাজপুর শহরের ষষ্ঠীতলা এলাকায় মায়ের নামের নিজস্ব জায়গায় নিজ অর্থায়নে বহুতল ভবন নির্মাণ করি। এই বাড়ি নির্মাণের পর থেকেই দ্বিতীয় তলার ফ্ল্যাটে পরিবারসহ বসবাস করে আসছিলাম। কিন্তু মায়ের মৃত্যুর পর ছোট ভাই জুলফিকার গোলাম মাসুম চৌধুরী পলু, জুলফিকার গোলাম মাহাবুব চৌধুরী ও তার পরিবারের সদস্যদের অত্যাচার, নির্যাতন ও নিপীরণে বর্তমানে ঢাকায় বসবাস শুরু করি। দুই ভাইকে সহযোগিতা করে আসছে স্বাধীনতা বিরোধী মো. সামসুল হক, মো. আফসার আলীসহ বেশ কয়েকজন।

তিনি অভিযোগে আরও উল্লেখ করেছেন, নিজে অবস্থান করতে না পারায় দ্বিতীয় তলার ফ্ল্যাটটিতে চলতি বছরের এপ্রিল মাসের ২১ তারিখে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ কে ভাড়া দেয়া হয়। কিন্তু ভাড়াটিয়া হিসেবে ফ্ল্যাটে উঠতে গেলে বীরমুক্তিযোদ্ধাদের বাঁধা দেন নিজ দুই ভাইসহ তাদের সহযোগি স্বাধীনতা বিরোধীরা। এসময় তারা ১০ লাখ টাকা চাঁদা দাবী করেন বলে অভিযোগে উল্লেখ করেছেন বীরমুক্তিযোদ্ধা। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের আশ্রয়স্থল করে তুলেছেন এই বাড়ি। সোমবার (৪ জুলাই) ভাড়াটিয়াদের ফ্ল্যাট বুঝিয়ে দিতে গেলে তার কেয়ার টেকারকে দুই ভাই ও সন্ত্রাসীরা দেশীয় তৈরী ধারালো হাসুয়া, চাইনিজ কুড়াল, লোহার রড ও লাঠি-সোটা দিয়ে বীরমুক্তিযোদ্ধা ও ভাড়াটিয়াদের উপর আক্রমণ শুরু করে। এসময় তারা হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

বীরমুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার পর ব্যবসা-বাণিজ্য করে ছোট ভাইদেরকে মানুষ করেছি। মায়ের নিজস্ব সম্পত্তিতে বহুতল ভবন নির্মাণ করেছি। কিন্তু বাড়ি নির্মাণ করেও দিনাজপুরে এসে থাকতে হচ্ছে আবাসিক হোটেলে। দুই ভাইয়ের হুংকারে আমার পরিবার নিয়ে দিনাজপুরে আসতে পারি না। তাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে ও দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে আমার অধিকার ফিরে পেতে কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সংবাদ সম্মেলনে এসময় বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা চৌধুরী রতন এর সাথে উপস্থিত ছিলেন মো. শহীদুল ইসলাম শহীদুল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম