আগামি ১০জুলাই উযাপিত হবে মুসলিমদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।এই ঈদকে ঘিরে রাউজানে জমে উঠেছে কোরবানি পশুর হাট-বাজার।হাট-বাজার ছাড়াও কোরবানি পশু বেচাকেনা জমে উঠেছে পাড়ায়-মহল্লায় ও বিভিন্নস্থানে মৌসুমী ব্যবসায়ী অস্থায়ী গোয়াল-ঘরে।দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরু ক্রয় করে অস্থায়ী গোয়ালঘর তৈরি করে মজুদ করেছে মৌসুমী ব্যবসায়ীরা।ছোট-বড় ডেইরি ফার্মেও দেশীয় পদ্ধতিতে লালনপালন করা গরু কোরবানির জন্য প্রস্তুত করেছে খামারিরা।পাশাপাশি কৃষকরাও নিজেদের গৃহপালিত গরু-ছাগল মোটাতাজা করেছে।খামারিদের ডেইরি ফার্মে,মৌসুমী গরু ব্যবসায়ী অস্থায়ী গোয়ালঘরে,পাড়ায়-মহল্লায় কৃষকের গৃহপালিত গরু-ছাগল বিক্রি করা শুরু করেছে।সরেজমিনে দেখা গেছে,উপজেলার কোরবানি পশুর হাটগুলোতে ভিড় জমেছে ক্রেতা-বিক্রেতাদের।কোরবানির গরু-ছাগল বেচাকেনা হচ্ছে ভালো।
হাট-বাজারে রয়েছে প্রচুর গরু-ছাগল।ব্যবসায়ী ও খামারিরা জানায়,কোরবানির পশুর দামও ভালো হওয়ায় ক্রেতা-বিক্রেতাদের মধ্য চলছে দর কষাকষি।বুধবার রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের চারাবটতল বাজার, গহিরা কালাচঁন্দ চৌধুরী হাট,হলদিয়া ভট্টপাড়া মাঠের অস্থায়ী বাজার পরিদর্শন কালে দেখা যায়,দুই থেকে তিন লাখ টাকা দামের গরু এনেছে বিক্রেতারা।ছোট- বড় ও মাঝারী দামের গরু এসেছে পর্যাপ্ত পরিমানের।চারাবটতল বাজারে ৩শতাধিক গরু-ছাগল বিক্রি হয়েছে বলে জানান বাজার পরিচালক কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী।গহিরা কালাচঁন্দ চৌধুরী হাটে ৪শতাধিক গরু-ছাগল বিক্রি হয়েছে বলে জানান বাজার পরিচালক স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরু আবছার বাঁশি।এই হাটে বসে অস্থায়ী দলইনগর হাই স্কুলের মাঠে।রাউজান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন,রাউজানে ৪শত ৩৩টি ডেইরি ফার্মে প্রায় ৩৮হাজার গরু-ছাগল প্রস্তুত করেছে খামারিরা।দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরু বিক্রি করবে তাঁরা।তবে মৌসুমী ব্যবসায়ীরাও দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর গরু-ছাগল এনেছে।তাই কোরবানি দাতাদের কোরবানি দিতে পশুর অভাব হবেনা আশা করছি।রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, রাউজানে কোরবানির পশুর হাট গুলোতে ক্রেতারা এসে নিরাপদে কোরবানির পশু কিনতে পারে সে জন্য পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে।