চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাইকৃত মোটরসাইকেল সহ ১চোর কে গ্রেফতার করেছে।গত ৯ডিসেম্বর ২০২২ইং তারিখে চন্দনাইশ থানাধীন হাশিমপুর সৈয়দাবাদ থেকে উক্ত মোটরসাইকেল টি চোরি হয়।গতকাল বুধবার এস.আই মো.হাছান উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া কেরানি হাট থেকে চোরাইকৃত মোটরসাইকেল সহ জাবেদ জাহাঙ্গীর (৩৬) পিতাঃইলিয়াছ ড্রাইবার সাং,কেউচিয়া থানা সাতকানিয়া কে আটক করে।তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।এছাড়া আসামি সড়ক দুর্ঘটনায় এক হাত না থাকা সত্ত্বেও সে চোরাই মোটরসাইকেল নিয়ে এক্সেলেরট স্টেয়ারিং বাম পাশে স্থান্তর করে এক হাতে চালিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমন করে আসছে বলে জানায়।বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।আসামিকে বিধিমোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।