চট্টগ্রাম চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১হাজার ৫শত পিস ইয়াবাসহ ২ জন কে গ্রফতার করা হয়।গতকাল বৃহস্পতিবার (৭-জুলাই)দুপুরে এস.আই মো.ইকতিয়ার হোসেন সঙ্গীও অফিসার ও ফোর্সের সহায়তায় চন্দনাইশ পৌরসভার সড়ক ও জনপথ অফিসের সামনে বিশেষ অভিযান চালিয়ে ১হাজার ৫শত পিস ইয়াবাসহ ১। মো.ফয়েজ প্রঃমুন্না (১৯)পিতাঃইমামা হোসাইন,মাতাঃ সেতারা বেগম,সাং,আলীখালী,ক্যাম্প।২।মো.ইলিয়াস (২১),পিতাঃইমাম হোসাইন,মাতাঃবেগম বাহার,সাং আলীখালী ক্যাম্প।উভয় থানা টেকনাফ জেলা কক্সবাজার।বিষয়টি নিশ্চিত করেছেন,চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।