জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র ও কাউন্সিলর নির্বাচিত। আসন্ন ক্ষেতলাল পৌর নির্বাচনে ২ জন মেয়ের ও ৩ তিন জন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় আ′লীগ দলীয় নৌকা মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম সরদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র এবং ৬ নং ওয়ার্ডের ছাইদুর রহমান ৭ নং ওয়ার্ডের হাবিবুর রহমান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল নির্বাচিত হয়েছে।
ক্ষেতলাল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান জানান পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন (৭জুলাই) বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন মেয়ের পদে বিদ্রোহী মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বুলু, স্বতন্ত্র মেয়র প্রার্থী নবীউল ইসলাম চৌধুরী এবং কাউন্সিলর ১নং ওয়ার্ডের আসলাম হোসেন, ৬ নং ওয়ার্ডের আজিজার রহমান দেওয়ান, ৭নং ওয়ার্ডের আবদুল মতিন, তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর আগে ৩০শে জুন মনোনয়নপত্র বাছাইয়ের দিন কাগজ-পত্রে ত্রুুটি থাকায় আবদুল হান্নান মিঠু′র মেয়র পদে মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
এ নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১৯ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র বৈধ হওয়ায় তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আগামী ২৭ জুলাই শুধুমাত্র এ পৌরসভার ৭টি ওয়ার্ডের কাউন্সিলর এবং ৯ টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।