চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২ দিনে
পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন আটক করে।
গত ১২ জুলাই ভোর রাতে চন্দনাইশ থানা পুলিশ থানা এলাকায় অভিযান
চালিয়ে গ্রেফতারী পরোয়ানামূলে বরমা বাতাজুরীর মৃত মো. ইদ্রিসের ছেলে
মো. মোরশেদ, চর বরমার পালক পিতা আবুল কাসেমের ছেলে মো. মিজানুর
রহমান প্রঃ মানিক (৩০), মো. মারুফ প্রঃ বাবু (২৫) কে আটক করে। এদিকে
গত ১১ জুলাই সাতবাড়ীয়া হাছনদন্ডী মাস্টার বাড়ীর ১ বছরের সাজাপ্রাপ্ত ও ১০
লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত আসামী মো. আবদুল জমির, পিতা-মৃত শাহ আলম,
সাতবাড়ীয়া নগর পাড়ার মৃত আহমদ কবিরের ছেলে মো. রাজিব ফোরকান (২১)
কে আটক করে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন