দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মানাধীন ১০০ কিলোমিটার নতুন রেলপথের কাজ যতই এগোচ্ছে ততই দৃশ্যমান হচ্ছে রেললাইনের অবয়ব, বৃদ্ধি পাচ্ছে এই জনপদের সৌন্দর্য, নজর কাড়ছে স্থানীয়দের।
এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন সাতকানিয়া উপজেলার কেরানীহাটের উত্তর পার্শে নির্মাণাধীন নতুন রেললাইনে দর্শনার্থীদের ভীড় দেখা যাচ্ছে। ঈদ-উল-আজহার টানা ছুটি থাকায় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।
উপজেলার ঢেমশা, ছদাহা, সাতকানিয়া সদর, পৌরসভা, কেঁওচিয়া, নলুয়া, সাতকানিয়া সহ দূর-দূরান্ত থেকে বিকেলে নির্মাণাধীন রেললাইনে সময় কাটাবার জন্যে ছুটে আসেন শত শত দর্শনার্থী। পরিবার-পরিজন নিয়ে রেললাইনের স্থাপনা দেখতে প্রতিদিন ভীড় করছে স্থানীয় লোকজন সহ আশপাশের বিভিন্ন জায়গার মানুষ।
২০১৮ সালের জুলাইয়ে পুরোদমে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। করোনা কালীন নির্মাণ কাজে কিছুটা ব্যাঘাত ঘটায় প্রকল্পের মেয়াদ আরো ১বছর বাড়ানো হয় জানায় প্রকল্প সংশ্লিষ্টরা। ২০২৩ সালের জুন মাসের দিকে এই নতুন রেলপথ চালু হবার কথা রয়েছে। পরিকল্পনা অনুসারে, পর্যটন নগরী কক্সবাজার আগামী বছরই রেল নেটওয়ার্কের আওতায় চলে আসবে।