মাজেদ রেজা বাঁধন,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ সকালে সদর উপজেলার ডাকবাংলা বাজারে ৮৫০ জন চাতাল শ্রমিকদের মাঝে জেলা চালকল মালিক সমিতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সামাজিক দুরত্ব বজায় রেখে সংস্থাটির কার্যালয়ের সামনে খাদ্যসামগ্রী বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ। এসময় জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুর্যোগকালীন সময়ে চাল, ডাল, আলু পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের মানুষগুলো।