বুস্টার ডোজ গ্রহন করতে আসা মানুষের চাপে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হলদিয়া কমিউনিটি ক্লিনিকের ফ্লোর ধসে পড়ে ২ স্বাস্থ্যকর্মী আহত হয়েছে।গতকাল ২০ জুলাই বুধবার সকাল ১০ টার সময়ে এই ঘটনাটি ঘটে।এলাকার লোকজন বুস্টার ডোজ টিকা নেওয়ার জন্য জড়ো হন এ ক্লিনিকে।হঠাৎ মানুষের চাপে ক্লিনিকের ফ্লোরটি ধসে পড়ে।এসময় কমিউনিটি ক্লিনিকের দায়িত্ব পালনকারী স্বাস্থ্য সহকারী মৃদুল কান্তি নাথ,পরিবার পরিকল্পনা সহকারী লীলা প্রভা বড়ুয়া ধসে পড়া গর্তে আটকা পড়ে।করোনা বুস্টার ডোজ দিতে আসা লোকজন তাদেরকে আটকা পড়া গর্তে উদ্ধার করেন।জানা যায় গর্তে আটকা পড়া দুই স্বাস্থ্যকর্মী সামান্য আঘাত পেয়েছে। উল্লেখ্য যে, গত ২০১৫ সালে হলদিয়া ইউনিয়নের এই কমিউনিটি ক্লিনিক নির্মান করা হয়েছিল। অভিযোগ আছে এটির নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্লোর ঢালাই কাজে লোহা ব্যবহার না করায় এই ধসের ঘটনা ঘটেছে।প্রসঙ্গে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ফ্লোর ধসে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি।ফ্লোর ধসের বিষয়টি রাউজান উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার নিক্সন চৌধুরীকে জানানো হয়েছে।