দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ৬ দিনের ব্যবধানে আরও একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।এই নিয়ে হালদা নদী থেকে ৩৭টি মৃত ডলফিন উদ্ধার করা হয়।বুধবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে হালদা নদীর রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মৃত ডলফিনটি ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।ডলফিনটিকে উদ্ধার করে তীরে আনা হয়।ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কাটা চিহ্ন রয়েছে।ঠোঁটের দাঁতগুলোও ফেলে দেয়া হয়েছে।ডলফিনটির প্রায় ৭.৫ ফুট দৈর্ঘ্য বলে জানা যায়।বিষয়টি নিশ্চিত করে হালদা বিশেষজ্ঞ ও চবি প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন,৬দিনের ব্যবধানে হালদায় আরও একটি মৃত ডলফিন ভেসে উঠেছে।ধারণা করা হচ্ছে ডলফিনটি মাছ ধরার জালে আটকে গিয়ে মৃত্যু হয়েছে।ডলফিনটি পচে গিয়ে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়।এ পর্যন্ত হালদা নদীতে থেকে ৩৭টি মৃত ডলফিন উদ্ধর করা হয়েছে।