গাজীপুরের শ্রীপুরে অপহরণ করা ৪ দিন পার হলেও এখনো উদ্ধার করা যায়নি কিশোরী রোকসানা(১৪)কে। গত ১৬ তারিখ দুপুর একটার সময় শ্রীপুর গালর্স স্কুল মোড় হইতে রোকসানাকে অপহরণ করা হয়।
এ ব্যাপারে অপহৃত কিশোরীর বোন রাজিয়া খাতুন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর শান্তিবাগ এলাকার সবজি (২২) এক ছেলে ওই এলাকার জাকির নামে এক ব্যক্তির মাধ্যমে কিশোরী রোকসানাকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায়। কিশোরী নাবালিকা থাকায় বিবাহ দিবে না বলে জানিয়ে দেন রোকসানার মা ও বোন রাজিয়া খাতুন।
এরপর ক্ষিপ্ত হয়ে সবজি ওই কিশোরীকে অপহরণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। রাজিয়া খাতুন বলেন, বর্তমানে আমার বোন রোকসানা কোথায় কি অবস্থায় আছে, আমার জানা নেই। চার দিনেও আমার বোন উদ্ধার হয়নি।
এবিষয়ে শ্রীপুর থানার এসআই জিন্নাহ বলেন, কিশোরীকে অপহরণের বিষয়ে অপহৃতের পরিবার একটি লিখিত অভিযোগ করেছে। তদন্তপূর্বক কিশোরীকে উদ্ধার এবং পরবর্তী আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।