মাগুরার শ্রীপুর উপজেলার ১২৩ টি ভূমিহীন- গৃহহীন পরিবারের মাঝে ২১ জুলাই বৃহস্পতিবার জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে । এ উপলক্ষে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, সদর ইউনিয়নপরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান কাজী জালাল ইসলাম, আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশাররফ হোসেন, খাদ্য অফিসার ইশরাত জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলাম, শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক উত্তম অধিকারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন সাংবাদিক ও উপকারভোগিরা।
আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভার্চুয়ালী উদ্বোধনের পর শ্রীপুর উপজেলার উপকারভোগিদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল প্রদান করা হয়।