” নিরাপদ সড়ক চাই – নিরাপদ চন্দনা বাজার চাই ”
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা একটি বাজার। যেখানে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা হচ্ছে। গত কিছুদিন আগে এখানে একজন কিন্ডারগার্টেন এর ছাত্র, একজন কিন্ডারগার্টেন এর ছাত্রী, একজন কলেজ ছাত্রী মারা যায় এরপর একজন ব্যবসায়ী মারা গেছে। পূর্বেও বহুজন হত হয়।
এখানে ১টি উচ্চ বিদ্যালয়, ১টি প্রাইমারি স্কুল, ১টি কিন্ডারগার্টেন, ১টি ইউনিয়ন পরিষদ,১টি মাদরাসা ১টি হাসপাতাল থাকায় প্রতিদিন শত শত শিশু, নারী ও মানুষ ঝুঁকিপূর্ণ ভাবে সড়ক পারাপার করছে। যার কারনে এ নিরীহ পথচারীরা উচ্চ গতির গাড়ির কবলে প্রাণ দিচ্ছে। অনতিবিলম্বে সড়কের কাজ শেষ করে সড়কের উপরে ফুটওভার ব্রীজ নির্মাণ অতীব জরুরি হয়ে পড়েছে।
এ বাজারের অংশে একটি উচ্চ বিদ্যালয়, বাজারের ব্যবসায়ী ও এলাকার প্রভাবশালী ব্যক্তিরা, সড়কও জনপথ বিভাগের মধ্যে জমি নিয়ে মামলা জটিলতা থাকায় রাস্তার কাজ শেষ হয়ে হয় নি। যার কারনে দক্ষিণ ও উত্তরে ৪ লেন থাকলেও এখানে দিয়ে ২ লেন ও মারাত্মক ঝুঁকিপূর্ণ মোড়। যার কারনে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। অনতিবিলম্বে সকল পক্ষ এ বিষয়টি সমাধান করে রাস্তার কাজ শেষ করা উচিত।
এ ছাড়া ৪ লেন হওয়ায় দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান উচ্চ গতিতে চলছে। নির্দিষ্ট গতিসীমা কেউই মানছে না। যার ফলে সড়কে চলাচলরত অবৈধ সিএনজি, অটোরিকশা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এবং নিরীহ যাত্রীরা প্রাণ দিচ্ছে। অনতিবিলম্বে এ রুটে সিএনজি, রিক্সার পরিবর্তে মিনিবাস চালু করা জরুরি।
এ ছাড়া স্থানীয় প্রশাসন, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, অবৈধ ও উচ্চ গতির গাড়ির বিরুদ্ধে নজরদারি খুবই জরুরি।
আশা করি প্রশাসন এ সকল বিষয়ে নজর দিয়ে আমাদের সুন্দর জিবন জাপনে সহায়ক হবেন।
ইমাম হোসেন
চেয়ারম্যান।
মদিনা সুপার শপ।
চন্দনা বাজার।