মাগুরা শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত “৮৭ ফাউন্ডেশন”এর উদ্যোগে গরীব- মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তির টাকা প্রদান করা হয়েছে।
শ্রীপুর উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৭জন গরীব-মেধাবী ছাত্র ছাত্রীদর মাঝে প্রতি ৩ মাস অন্তর এ বৃত্তির টাকা প্রদান করা হয়।
২৫ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ৮৭ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ সাইফুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও হাট শ্রীকোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
৮৭ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ ও খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ আতিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ৮৭ ফাউন্ডেশনের সহসভাপতি ও শ্রীপুর আলহাজ্ব আলতাফ হোসেন মহিলা কলেজের অধ্যক্ষ শেখ মঈদুল ইসলাম, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ,খামারপাড়া এস আই আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ৮৭ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক মোঃ আমির হামজা,খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিমল কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক রাজকুমার মন্ডলসহ আরো অনেকে।