জিল্লুর রহমান (রাসেল) হাতিয়া প্রতিনিধি : ভয়ংকর করােনা ভাইরাস প্রতিরাধে নােয়াখালীর হাতিয়া উপজেলার সােনাদিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন আলাের মশাল এর উদ্যাগে বিভিন মসজিদ ও বাজারে জীবাণুনাশক স্প্রে ছিটিয়েছেন সংগঠনের সদস্যরা।
জানাযায়, শুক্রবার সকাল থেকে সংগঠনের সদস্যরা স্থানীয় চৌরাস্তা বাজার, বঙ্গবন্ধু মার্কেট, চরচেঙ্গা বাজার, চৌরাস্তা জামে মসজিদ, আমিন মিয়া জামে মসজিদ, ফাজিল আহমদ জামে মসজিদ, আব্দুরব বিএ পাঞ্জেগানা মসজিদ সহ বিভিন বাজার ও মসজিদে গুলোতে জীবাণুনাশক ছিটিয়ে পরিস্কার করে দিয়েছেন।
সংগঠনটির সভাপতি মাকসুদুর রহমান বলেন, করােনা ভাইরাস একটি ছাঁয়াছে রােগ। তাই আমাদের সবার উচিৎ শারিরীক দূরত্ব বজায় রাখা। আমরা খুব শীগ্রয় সংগঠনের পক্ষথেকে বেকার শ্রমজীবী মানুষের মাঝে খাদ্যসমগ্রী বিতরণ করবাে, পাশাপাশি প্রত্যকে নিজ নিজ অবস্থান থেকে সমাজের অবহলিত মানুষর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।
সংগঠনের সাবেক সভাপতি ছাইফুল ইসলাম মাছুম বলেন, সারা বিশ্ব যেখানে করানায় আতঙ্কিত সেখানে আমাদের হাতিয়ার মানুষ অনেকটাই অসচেতন, করােনা ভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করতে আমাদের সংগঠনের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই এর মাধ্যমে অন্যরাও উৎসাহিত হােক, করােনার মত মহামারী ভাইরাস থেকে মুক্ত থাকুক। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন আলাের মশালের সাধারণ সম্পাদক ইলিয়াছ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সােহল রানা, সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন সােহল, সদস্য রাজিব উদ্দিন, সজীব উদ্দিন সহ অন্যান্য সদস্যরা।