ছোট্ট শিশুটি আজ দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌর এলাকার মিরেরহাটস্থ আল হুদা মহিলা মাদরাসা হতে ছুটি শেষে বাসায় ফিরছিলো চট্টগ্রাম-হাটহাজারী-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়ক পার হয়ে।
হাটহাজারী হতে নাজিরহাটের দিকে যাওয়া এক বেবিট্যাক্সির চাকায় পিষ্ট হয়ে পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। থেতলে গিয়ে প্রায় দু টুকরো হয়ে যায় শিশুটির কচি পা।
হাটহাজারী পৌরসভা ৯নং মোহাম্মদপুর ওয়ার্ডের মুন্সি মসজিদ সংলগ্ন নিবাসী দুবাই প্রবাসী এনামুল হকের বড় সন্তান আহত সারাবান তাহুরা (১১)। ১ভাই ও ২বোনের মধ্যে ও’ই বড়ো।
পথচারিরা দ্রুত উদ্ধার করে পিতাসহ স্বজনরা প্রথমে তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে চট্টগ্রাম নগরীর সিএসসিআর হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শী নাজিম বলেন- ‘প্রতিদিনকার মতোই আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুর ১টার পর মাদরাসা ছুটি শেষে বাসায় ফিরছিলো শিক্ষার্থীরা। দশ-বারো শিশু রাস্তা পার হওয়াকালীন এই শিশুটি গাড়ি আসছে দেখে পূণরায় এক কদম পেছনের দিকে যায়, এতেই বিপরীত দিক হতে আসা অপর একটি বেবিট্যাক্সি তাকে আঘাত করে।
গাড়িটির ধাক্কায় পড়ে গিয়ে সে পরে গাড়ির চাকায় তার পা পিষ্ট হয়।’