এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর টঙ্গীর ৫৫ নং ওয়ার্ডে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করেন ছাত্রলীগ সভাপতি দ্বীন মোহাম্মদ নিরব।৫৫নং ওয়ার্ডের মাছিমপুর নজরুলের বস্তির দিন মুজুর,খেটে খাওয়া মানুষ জন সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জননেতা,আলহাজ্ব জাহিদ আহসান রাসেল।তারই অংশ হিসেবে তিনি গরিব-দুঃখীদের মাঝে ত্রান বিতরণ করেছেন।গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৫ নং ওয়ার্ডের আমাদের সবার অভিভাবক নাজমা ফুফুর তত্ত্বাবধানে সকলকে ত্রান পৌঁছে দিয়েছেন ৫৫ নং ওয়ার্ডের ছাত্রলীগের নেতা-কর্মীরা।এসময় ছাত্রলীগ সভাপতি নিরব বলেন অসহায় মানুষের কোনো ছবি তোলা যাবে না। ছাত্রলীগ এর সকল নেতা কর্মী সকলের দরজায় দরজায় খাদ্য দ্রব্য রেখে এসেছেন । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিল সৈয়দ নিরব সদস্য ওয়ার্ডছাত্রলীগ,আনোয়ার,অনিক,জয়,সাজ্জাত,সজিব,তপু,উজ্জল,রনি,সিদ্দিক,মোয়াজ্জেম।