আধ্যাত্বিক প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলে হাজার হাজার আশেক ভক্তের ঢল নামে।শুক্রবার (২৯ জুলাই) আধ্যাত্বিক প্রাণকেন্দ্র মাইজভাণ্ডার দরবার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মওলা মাইজভাণ্ডারীর হাতে দস্তে বায়াত গ্রহণের জন্য আসা হাজার হাজার আশেক ভক্তের সমাগমে মুখর হয়ে উঠেছে মাইজভাণ্ডার দরবার শরীফ।বায়াত গ্রহন শেষে জুমার নামাজ সময়ে মাইজভাণ্ডার দারবার শরীফের কেন্দ্রীয় জামে মসজিদের চারতলা ভবন পুর্ণ হয়ে মসজিদের সামনে রাস্তায় মসজিদের পুর্বদিকে হক মঞ্জিলের মাঠ,শান্তিকুঞ্জ ভবন মাঠ ও মাঠের বাইরে পুকুরের ঘাটে,দাড়িয়ে হাজার হাজার মুসল্লি জুমার নামাজ আদায় করেন।নামাজ আদায় করে সকলেই জিকির-মিলাদ মোনাজাত অংশ নেন।জিকির, মিলাদ মাহফিলের ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।
বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী রওজা শরীফ জেয়ারত শেষে আগত হাজার হাজার ভক্ত-মুরিদ,আশেক ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসানমাইজভাণ্ডারী (মা:জি:আ:)।মোনাজাত শেষে আগত হাজার হাজার ভক্ত-মুরিদ,আশেকদের গাউসিয়া হক মঞ্জিলের পুর্ব বাড়ীর ভাণ্ডারী খানায় বসিয়ে তবরুক গ্রহণ করে।