রাজধানীর ডেমরায় থানা পুলিশের পৃথক দু’টি অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৬.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার অনুমান মূল্য ১ লক্ষ ৩০ হাজার টাকা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতি বার দিনগত রাতে ডেমরার সুলতানা কামাল ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- ৫.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার নারায়ণগঞ্জ রুপগঞ্জ থানার চনপাড়া ২ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে মো. হানিফ (২৫) ও ১কেজি গাঁজাসহগ্রেফতার টাঙ্গাইল ভূঞাপুর থানার ফলদা চর গ্রামের মো. খলিলের ছেলে মো.বাবু হোসেন (২৮) ও পিরোজপুর নাজিরপুর থানার মোঃ আব্দুল গনির ছেলে মোঃ রাজিব (২৩। এসব বিষয়ে ডেমরা থানায় বৃহস্পতিবার রাতেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান।