বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভার উদ্যোগে
হিজরী নববর্ষকে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য র্যালী পৌরসভার প্রধান
প্রধান সড়ক গুলো পদক্ষিণ করে চন্দনাইশ শাহ আমিন পাক চত্বরে এক সমাবেশ
অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ জুলাই সকালে মাও. আবু ইউছুপ নুুরের সভাপতিত্বে
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাজহার হেলাল, জেলা
নেতা মো. তৌহিদুল আলম সাকিব, মহি উদ্দীন, এনামুল হক, আরমান
হোসেন, মিজানুর রহমান প্রমুখ। সভায় বক্তাগন বলেন, ইসলামী আচার-
অনুষ্ঠান, আনন্দ-উৎসবসহ সর্বক্ষেত্রে মুসলিম উম্মা চন্দ বার্ষিকীর উপর
নির্ভরশীল। মুসলমানদের প্রত্যহিক জীবনে হিজরী সনের গুরুত্ব অপরিসীম।
মহরমকে ঘিরে কান্নাকাটি, মাতম শরীর থেকে রক্ত না জরানোর আহ্বান জানান।