চকরিয়া প্রতিনিধি :
যার ঘরে ৫০ কেজি চালের বস্তা বা লক্ষ টাকা মজুদ আছে সে ত্রাণের জন্য ফোন দিয়েছেন। মোবাইলে পাওয়া তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে খবর নিয়ে জানা গেছে আপনি/আপনার আশেপাশে গরিব লোকদেরকে সাহায্য করার মত যোগ্যতাসম্পন্ন লোক। অথচ আপনি ম্যাসেজ/ফোন দিয়ে বলতেছেন আপনার ঘরে খাবার নাই। এসব মিথ্যাচারেরর জন্য একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা প্রকৃত পক্ষে ত্রাণ পাওয়ার অধিকার তাদেরকে ত্রাণ দেয়ার জন্য সহযোগিতা করুন। সেই তথ্যই কেবল আমাদের দিন। কারণ শত ব্যস্ততার মাঝেও আপনার তথ্যের ভিত্তিতে আমরা খাবার নিয়ে বাড়িতে ছুটে যাচ্ছি। আমাদের নিরাশ করবেন না। এই মুহুর্তে ভুল তথ্য দিয়ে রাষ্ট্রের অনেক মূল্যবান সময় নষ্ট করবেন না।