মৃত্যু
নির্মম মহাসত্যের নাম
বেঁচে থাকা অনিশ্চিত,
ঝেড়ে দাও সব দূর্নাম;
মৃত্যু সে তো সুনিশ্চিত।
জীবনের যবনিকাপাত
শত অহমিকা ধূলিসাৎ,
দুনিয়ার যত যশ খ্যাতি;
নিমিষেই সবকিছুর ইতি।
ভবে রঙ্গমেলা সাঙ্গ হবে
রঙ্গিন পরিচয় যাবে মুছে,
অম্লান স্মৃতি রয়ে যাবে ;
ইতিহাস যেতে পার রচে।
প্রভুর সান্নিধ্যের শৃঙ্খল
যোগাড় কর যত সম্বল,
বিয়োগের খেলা চলে;
তবু –
মরণের কথা যাই ভুলে।
রচনা সময়কালঃ
২৯-০৮-২০১৮ ইং
রাতঃ ১টা ৪৫ মিনিট