জীবন বীমা খাতে শীর্ষ করদাতার পুরষ্কার জিতল দেশের শীর্ষ জীবন বীমা কোম্পানি ন্যাশনাল লাইফ। কোম্পানি ২০২০ সালে ৩৫ কোটি এবং ২০২১ সালে ৪৫ কোটি টাকা ট্যাক্স প্রদান করে। এছাড়াও ন্যাশনাল লাইফ উক্ত ২ বছরে টিডিএস বাবদ কর্তনকৃত ২৪ কোটি এবং ২৭ কোট টাকা যথাসময়ে পরিশোধ করে। এনবিআর কর্তৃপক্ষ কোম্পানির সিইও কাজিম উদ্দিন মহোদয়ের হাতে এওয়ার্ড তুলে দেন, এসময় সিএফও জনাব প্রবীর চন্দ্র দাস এফসিএ উপস্থিত ছিলেন।