কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিয়ারসহ মো: রাসেল (২৮) নামে এলাকার চিহিৃত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ আগস্ট) বিকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেন্সিডিল ও ৩ বোতল বিয়ারসহ মো: রাসেল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আটককৃত রাসেল একই ইউনিয়নের জামপুর গ্রামের হারুন মিয়ার ছেলে। আটককৃত আসামীর বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় বুধবার দুপুরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, আটকৃকত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা-মদ ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে’