চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহিম চৌধুরীর বিরুদ্ধে সামাজিক প্রচার
মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য উপস্থাপন করে পোস্ট দেয়ায় ও পোস্টে লাইক কমেন্ট করায় ৭
জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ইউপি সদস্য
সেলিম উদ্দিন।
গতকাল ৪ আগস্ট থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, নির্বাচিত চেয়ারম্যান
আবদুর রহিমের বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করে অকথ্য ভাষায় পোস্ট দিয়ে তার মান ও
সম্মান ক্ষুন্ন করায় বরকল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের ২ ছেলেসহ ৬
জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগটি দায়ের করা হয়।
থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেছেন,
বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে।