সারাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরে ঠাকুরগাঁও জেলার ফিলিং স্টেশনগুলোতে উপচে পার ভীড়। মালিকদের সিন্ডিকেট। ৬ আগষ্ট শনিবার থেকে অক্টেন প্রতি লিটার ১৩৫, পেট্রোল ১৩০, কেরসিন ও ডিজেল ১১৪ টাকা নির্ধারণ করেছে সরকার।
১২ টার সময় রাতে প্রজ্ঞাপন জারির খবরে ঠাকুরগাঁও জেলার প্রতিটি ফিলিং স্টেশনে যানবাহন চালকরা হুমরি খেয়ে পরেছে তেল ক্রয়ে। এদিকে ফিলিং স্টেশন মালিকরা মোটরসাইকেল চালকদের এক লিটার ও বড় যাবাহনে ১০ লিটারের বেশি তেল দিচ্ছেন ফিলিং স্টেশন মালিকরা। তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেন তেল নিতে আসা যানবাহক চালকরা। আর ঠাকুরগাঁও জেলার পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক জানান, সবাইকে সন্তুষ্ট রাখতেই অল্প করে তেল দেয়া হচ্ছে। এই সুযোগে ঠাকুরগাঁও জেলার সুপ্রিয় ফিলিং স্টেশন, কাজী ফিলিং স্টেশন সহ কয়েকটি ফিলিং স্টেশন সন্ধ্যার পর পর বন্ধ করে গাঁ ঢাকা দেয়। ঠাকুরগাঁও সদর নির্বাহি অফিসারের হস্তক্ষেপে সুপ্রিয় ফিলিং স্টেশন খুলে সাধারণ মানুষদের পেট্রোল, অকটেন, ডিজেল দিতে বাধ্য হয়।