গাজীপুর মহানগরীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার অভিযানে এরশাদ নগর ০১ নং ব্লক অস্ত্র কামালের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর মাদক বেচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ৩জন মাদক কারবারিকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। আটককৃতরা হলেন, (০১)মোঃ কামাল হোসেন(৩০) পিতা-মৃত জসিম গ্রাম- এরশাদনগর ১নং ব্লক থানা- টঙ্গী পূর্ব, গাজীপুর মহানগর কে ৩৫(পঁয়এিশ) গ্রাম হিরোইন এবং (০২)নং আসামী মোঃ আলামিন(২৫) পিতা- ইউসুফ মিয়া গ্রাম -আলিপুর থানা – দুর্গাপুর জেলা- রাজশাহী এ/পি সাং – ভরান হাজির মাজার বস্তি থানা – টঙ্গী পশ্চিম, গাজীপুর মহানগর কে (১৫) গ্রাম হিরোইন সহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, হিরোইন তারা (৩) নং আসামি, শরিফ উদ্দিন (২৯)পিতা- একরামুল হক গ্রাম- ফাটা পাড়া থানা+জেলা- চাঁপাইনবাবগঞ্জ এ/পি- আশুলিয়া আউক পাড়া থানা- আশুলিয়ার কাছ থেকে কিনে বিক্রি করে পরবর্তীতে ০৩ নং আসামী শরিফ উদ্দিন (২৯)কে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড হাজী বিরিয়ানির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫০( পঞ্চাশ) গ্রাম হিরোইন সহ গ্রেফতার করা হয়। ৩ নং ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ২টি মামলা আদালতে বিচারাধীন আছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছেন,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।