গাজীপুরের পূবাইলে এক কলেজছাত্রীকে দশম শ্রেণির এক স্কুলছাত্র ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২৯ মে পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার (৭ আগস্ট) ছাত্রীর বাবা বাদী হয়ে পূবাইল থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তের নাম নাজমুল হুদা সাহেদ (১৯)। সে মাজুখান গ্রামের আলামিন মোল্লার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৯ মে ওই কলেজছাত্রীকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে স্কুলছাত্র সাহেদ শারীরিক সম্পর্ক করে। পরে ওই মেয়ে বিয়ের প্রস্তাব দিলে সাহেদ বিয়েতে অসম্মতি জানায়।
কয়েকদিন আগে ছেলের পরিবারকে বিষয়টি জানানো হলেও তারা কেউই বিয়েতে রাজি হয়নি।
এ বিষয়ে পূবাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।