জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহিয়সী নারী, বাঙালির সকল লড়াই নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা সংগ্রাম- আন্দোলনের শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উনার বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩, সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।
আজ সোমবার সকাল ৯টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তার সাথে ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সাবেক ছাত্র নেতা রাসেল মাহমুদ, মামুন রাসেদ, প্রকৌশল আহমেদ আলী তানভীর, মান্নান মেম্বারসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতাসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
আব্দুল্লাহ আল কায়সার হাসনাত বলেন, টুঙ্গীপাড়ার সন্তান শেখ মুজিব দীর্ঘ আপোষহীন লড়াই- সংগ্রামের ধারাবাহিকতায় ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জাতির পিতাই নন, বিশ্ব বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হয়েছিলেন। এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরই সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর প্রতিটি রাজনৈতিক কর্মকান্ডে অফুরান প্রেরণার উৎস হয়েছিলেন বেগম মুজিব।