জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন।
অস্বাভাবিক হারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ বিকেল ৫:টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশেরর কমিউনিস্ট পাটি রাজবাড়ী জেলা শাখা।
এ মানব বন্ধনে বক্তব্য রাখেন আব্দুস সামাদ,আবুল কালাম আজাদ,ধীরেন দাস প্রমুখ।
বক্তারা বলেন তেলের দাম বাড়ানোর বহুমুখী প্রভাব পরে। যে দাম বাড়ে তারচেয়ে অনেক বেশি চাপ জনগণের ওপর পড়বে। যেমন, যতটা তেলের দাম বাড়বে তারচেয়ে বেশি পরিবহন ব্যয় বাড়বে, পণ্য পরিবহণের খরচ বৃদ্ধির কারণে সব ধরণের পণ্যের দাম বাড়বে। কিছুদিন ধরে বিশ্ব বাজারে যথন তেলের দাম ককমছে সরকার সেই সময় তেলের দাম অযৌক্তিক ভাবে অ স্বাভাবিক ভাবে বৃদ্ধি করলো । দাম কমাও মানুষ বাচাঁও স্লোগানে দেশের সকল দুর্নীতির তদন্ত এবং বন্ধ করার আহ্বান জানান।