গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানার অভিযানে টঙ্গী পশ্চিম থানাধীন হাজির মাজার বস্তির জনৈক সাগরের নির্মানাধীন টিনের ঘরের পাশের গলিতে নেশা জাতীয় হিরোইন সদৃশ মাদক বেচাকেনা চলছে।
এমন তথ্যের ভিত্তিতে ৮ আগস্ট (সোমবার )সেখানে অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, (১)মোঃ নাসির উদ্দিন(২৭) পিতা চান মিয়া সাং হাজী মাজার বস্তি থানা- টঙ্গী পশ্চিম ১৫০ পুড়িয়া। (২) আনোয়ার গেল্লা ( ৩২) পিতা কালু মিয়া সাং হাজী মাজার বস্তি থানা -টঙ্গী পশ্চিমএর নিকট হতে ১৫০ পুড়িয়া নেশা জাতীয় হিরোইন সদৃশ মাদক। (৩) মোঃ রুবেল(২৬) পিতা আনসার আলী সাং হাজী মাজার বস্তি ১০০ পুড়িয়া সর্বমোট ৪০ গ্রাম ।
মূল্য অনুমান ৩,২০০০০(তিন লক্ষ বিশ হাজার টাকা)নেশা জাতীয় হিরোইন সদৃশ মাদক উদ্ধার করা হয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছেন,গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।