সাদ্দাম হোসেন,ঠাকুরগাঁও: লকডাউনের একদিন পরেই ঠাকুরগাঁওয়ে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮জন। জেলা সিভিল সার্জন ডা:মাহফুজার রহমান জানিয়েছেন আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয়রা জানায়,রোববার ভোরে ঢাকা নারায়নগঞ্জ ও টঙ্গী থেকে দুটি মাক্রোবাস ১৪জন যাত্রী নিয়ে ঠাকুরগাঁও প্রবেশ করছিলো। পথিমধ্যে সদর উপজেলা খোঁচাবাড়ি নামক স্থানে একটি মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়েছে ৬জন। স্থানীয় ও পুলিশের সহযোগিতায় আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাকিবুল আলম জানান,আহতরা বড় ধরনের দুর্ঘটনার সম্মুখিন হয়েছে। এ মুহুর্তে আমরা তাদের জীবন বাচাঁনোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাথে সাথে তাদের স্যাম্পল নেওয়া হয়েছে। রিপোর্ট আসার পরে তাদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
এদিকে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় নারায়নগঞ্জ থেকে আসা তিনজনের করোনা সংক্রামন শনাক্ত হলে শনিবার রাত ৯টায় পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক।